আবারো হিরো আলম নির্বাচন করবে
সবুজ অঙ্গনে পা ফেলার পর থেকে কখনো গান কখনো অভিনয় নানা কারণে আলোচনায় থাকেন বগুড়ার ছেলে আশরাফুল আলম ওরফে হিরো আলম শোবিজের বাইরে ও হিরো আলম বড় চমক দেখান ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া -৪ আসনে থেকে অংশ নিয়ে ওই সময় হিরো আলমকে নিয়ে তৎকালীন নির্বাচন কমিশন সচিব এর মন্তব্য দেশজুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দেয় তাদের হিরো আলম পর্যন্ত হাইকোর্ট এলাকায় নির্বাচন কমিশনকে আমরা হাই কোর্টে কেস চার বছর পর আবারও সেই বগুড়ার কাহালু নন্দীগ্রাম থেকে উপনির্বাচনে অংশ নিতে যাচ্ছেন হিরো আলম প্রার্থী হতে চান জাতীয় পার্টি থেকে ।
এজন্য বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির দপ্তর সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে বনানী কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে যান হিরো আলম তাকে কার্যালয়ে দেখে মনোনয়ন ফরম বিতরণ বন্ধ করে দেয় জাতীয় পার্টি এটা নিয়ে কথা বলে এসেছে ভাই এখন তথ্যসন্ত্রাস রাজ্জাক খান ভাই আছে উনার সাথে কথা বললাম কালকে ব্যাঙ্কে যাওয়া হয়েছে কেন আমি কি আসতে পারি কলাহারি কথাবার্তা বলে আসলাম এখানে হঠাৎ করে কেউ জাতীয় পার্টির মনোনয়ন ফরম নিতে পারবেন না ।
যদিও নিজেকে জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় সংস্কৃতি পার্টির সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন বলে দাবি করেন হিরো আলম জাতীয় পরিষদের অন্যতম সদস্য না থাকে তাহলে জাতির প্রতি কাছে একটা গল্প আছে ন্যূনতম সদস্য না হলে তাকে দল কখনো নমিনেশন দিতে পারেনা সোহেল রানা ভাইকে কথা জিজ্ঞেস করতে পারবেন তাই দলকে জাতীয় পার্টির ছিল কিনা।
ফ্রম না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন বগুড়ার এই তরুণ তারিখের নির্বাচনে বিএনপির সংসদ সদস্য মোঃ মোশাররফ হোসেন পদত্যাগ করায় আসনটি শূন্য হয়েছে ।
আরো পড়ুন;
চিনির দামে আগুন ;প্রতি কেজি চিনি কিনতে গুনতে হবে ১০০ টাকা
চুল পড়া আর নয় দুচিন্তা এখন থেকে জাপানি নিনজা টেকনিক
পিরোজপুরে দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি দৃষ্টিনন্দন মসজিদ"মমিন মসজিদ"
সাত রং চা সিলেটর শ্রীমঙ্গলের বিখ্যাত চা
কিভাবে নামকরণ করা হলো জাতীয় ফুল, ফল, মাছ ,পাখি?