কাশ্মীরে বাংলাদেশ গ্রাম-Bangladesh village in Kashmir

 

কাশ্মীরে বাংলাদেশ গ্রাম
দক্ষিণ পশ্চিম এশিয়ার অন্যতম বৃহত্তম স্বচ্ছ পানির লেক কাশ্মীরের উলার লেক। আর সেই লেগের গা ঘেসে রয়েছে বাংলাদেশ নামের ছোট্ট সুন্দর একটি গ্রাম ।জলপ্রপাত আর পাহাড়ে ঘেরা এই বাংলাদেশ গ্রামের মোট জনসংখ্যা প্রায় তিন শতাধিক। কেন এই গ্রামের নাম বাংলাদেশ সেই প্রশ্নের উত্তর খুঁজতে ফিরে যেতে হবে একাত্তরের দিনগুলি তে ১৯৭১ সালের আগ পর্যন্ত উত্তর কাশ্মীরের বাঁকুড়া জেলার এই গ্রামটির নাম ছিল জুরিমন। ১৯৭১ সালে ওই গ্রামে বড় একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে এখানকার বাসিন্দারা ভিটেমাটিহারা হয়ে পড়েন। আগুনে পোড়া জায়গাটা থেকে কিছুটা দূরে সুবিধামতো একটি জায়গা বেছে নিয়ে আবার নতুন করে ঘরবাড়ি বানাতে শুরু করেন গ্রামবাসী।


একাত্তরের ডিসেম্বরে যখন স্বাধীন হয় বাংলাদেশে একই সময়ে জুরিমনের গৃহহীন মানুষগুলো তাদের দুঃসময় মোকাবিলা করে শুরু করেন নতুন জীবন ।নতুন আশায় বুক বাঁধে সেই জুরিমনের বাসিন্দারা তাদের বসতি নাম রাখেন সদ্য স্বাধীন দেশ বাংলাদেশের নামে। অনেকগুলো বছর সরকারি নথিতে ছিলনা গ্রামটির নাম যদিও পরবর্তীতে বান্দিপুরার জেলা প্রশাসক কার্যালয় থেকে বাংলাদেশে নাম কে স্বীকৃতি দেয়। তারপর ২০১০ সালে এটিকে একটি পৃথক গ্রাম হিসেবে চিহ্নিত করে ।আগে ওই গ্রামটিতে মাত্র ৫ থেকে ৬ টি ঘর ছিল বর্তমানে ওই গ্রামটিতে প্রায় ৫০ থেকে ৬০ টি ঘরের বাস এই মানুষগুলোর জীবিকা নির্বাহ মূলত কৃষি ও মাছ ধরার উপরই নির্ভরশীল।


প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত বাংলাদেশ গ্রামটি ধীরে ধীরে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।গ্রামটির পাশের মনোরম পটভূমি বিভিন্ন প্রজাতির পাখি দেখা পাওয়ার কারণে দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে অন্যদিকেকিছুদিন আগেইমহারাষ্ট্রের একটি বাস স্ট্যান্ড এর নাম পরিবর্তন করে বাংলাদেশ নামকরণ করা হয়েছে।রাজস্থানের জেলার পশ্চিম বান্দরের উত্তম এলাকার ইন্দিরা নগর বাস স্ট্যান্ড এর নাম পরিবর্তন করে মিরা ভায়ান্দর পৌরসভা। স্থানীয়রা জানায় অনেক বাঙালি থাকার কারণে অনেকেই এলাকাটিকে বাংলাদেশ বলে ডাকতে শুরু করেন ।ধীরে ধীরে বাঙালি মানুষের আধিক্য বাড়তে থাকায় এলাকাটি বাংলাদেশ নামে পরিচিতি লাভ করেছে । বাণিজ্যিক রাজধানী হিসেবে কাজকর্ম ও রোজগার বেশি হওয়ায় এলাকা ক্রমেই বাড়ছে বাঙালির সংখ্যা।

FAQ

১.কাশ্মীরের বাংলাদেশ গ্রামের নাম ছিল?

উঃ জুরিমন।

২.জুরিমন এর লোকেরা কোন ভাষায় কথা বলেন?

উঃ বাংলা।



Next Post Previous Post