du 7college admission information 2023
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের ভর্তি সংক্রান্ত তথ্য ।মোট নাম্বার ১২০, তার মধ্যে MCQ পরীক্ষা ১০০ মার্কের এবং বাকী ২০ নাম্বার SSC ও HSC এর নাম্বারের উপর।
MCQ পদ্ধতিতে মোট ১০০ নম্বরের পরিক্ষা হবে। পাশ মার্ক ৪০ নম্বর। ৪০ না পেলে ভর্তির জন্য বিবেচিত হবে না। বিষয় ভিত্তিক আলাদা ভাবে পাশ করতে হবে না।
ছবি :সংগৃহীত |
মানবণ্টনঃ
ক- ইউনিট ( বিজ্ঞান বিভাগ)
পদার্থ বিজ্ঞান -২৫
রসায়ন -২৫
উচ্চতর গনিত -২৫
জীববিজ্ঞান-২৫
(চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা/ ইংরেজি বিষয়ে পরীক্ষা দিতে পারবেন)
খঃ - ইউনিট( মানবিক বিভাগ)
বাংলা -২৫
ইংরেজি-২৫
সাধারন জ্ঞান-৫০
গঃ - ইউনিট ( ব্যবসায় শিক্ষা বিভাগ)
বাংলা-২০
ইংরেজি -২০
হিসাববিজ্ঞান-২০
ব্যবসায় নীতি ও প্রয়োগ -২০
মার্কেটিং/ ফিন্যান্স এন্ড ব্যাংকিং-২০
পরীক্ষা হবে ১০০ মার্কের। কোন নেগেটিভ মার্কিং নেই। SSC ও HSC রেজাল্টের উপর ২০ নাম্বার থাকবে। পরীক্ষার সময় ১ ঘন্টা। পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে। প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য ১ নাম্বার।
আবেদনের যোগ্যতা:
বিজ্ঞান ৭.০০
বাণিজ্য ৬.৫
মানবিক ৬.০০
ভর্তি পরীক্ষার মান বন্টনঃ
স্ব স্ব ইউনিট থেকে পরিক্ষা দিতে হবে। অর্থাৎ বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা শুধু ক ইউনিটে, ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীরা শুধু গ-ইউনিটে, এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা শুধু খ-ইউনিটে পরীক্ষা দিতে পারবে।
৭ কলেজের মধ্যে ২ টি শুধু মেয়েদের কলেজ : ইডেন ও বদরুন্নেসা কলেজ, ১টি শুধু ছেলেদের কলেজ : ঢাকা কলেজ এবং বাকী ৪ টি কলেজে ছেলে - মেয়ে উভয়ই আছে।
সাত কলেজ ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন:du 7 college
ঢাবি অধিভুক্ত ৭ কলেজগুলো হলোঃ
- ঢাকা_কলেজ
- ইডেন_মহিলা_কলেজ
- সরকারি_তিতুমীর_কলেজ
- বেগম_বদরুন্নেসা_কলেজ
- কবি_নজরুল_কলেজ
- সরকারি_শহীদ_সোহরাওয়ার্দী_কলেজ
- সরকারি_বাঙলা_কলেজ