বায়ুদূষণের সবার শীর্ষে রাজধানী ঢাকা
ছবি:সংগ্রহীত |
আইকিউ এয়ারের ১৯৩ স্কোর নিয়ে সবার শীর্ষে রাজত্ব করছে রাজধানী টাকা। রাজধানী ঢাকার বায়ুদূষণ যে, একটু বেশি তা সবার জানার কথা কিন্তু তা এখন বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভাবা যায়।দিনে দিনে ঢাকার অবস্থা আরও ভয়াবহ হতে যাচ্ছে।আইকিউ এয়ারের ০ স্কোর নিয়ে সবার নিয়ে সবার নিচে রয়েছে নরওয়ে।অর্থাৎ নরওয়ের বায়ুদূষণ পৃথিবীর সকল দেশের চেয়ে কম।
বিশ্বের আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার এর ২০২৩ সালের প্রকাশিত তালিকার শীর্ষে রয়েছেন বাংলাদেশের রাজধানী ঢাকা । ঢাকার বায়ুদূষণ স্কোর ১৯৩। তালিকার দ্বিতীয়তে রয়েছে চিলির সান্তিয়াগো। সান্তিয়াগোর স্কোর ১৮৫। তালিকার তৃতীয় স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর। উলানবাটরের স্কোর ১৮৪। তালিকার চতুর্থে রয়েছে পোল্যান্ডের ক্রাকো। ক্রাকোর স্কোর ১৮০। তালিকাটির পরবর্তী স্থানগুলো দখল করেছে যথাক্রমে; |
- ভারতের মুম্বাই
- পাকিস্তানের লাহোর
- ভারতের কোলকাতা
- মিয়ানমারের ইয়াঙ্গুন
- চীনের বেইজিং
- নেপালের কাঠমাণ্ডু
আইকিউ এয়ারের সমীক্ষাটি ১০২ টি দেশ নিয়ে চালানো হয়েছিলো ।এই সংস্থাটি ৬ টি ক্যাটাগরির ভিত্তিতে দেশগুলোকে স্কোর দিয়েছে। উক্ত ক্যাটাগরি নিম্নরুপ:
- বিপজ্জনক(স্কোর ৩০০ থেকে বেশি)
- খুবই অস্বাস্থ্যকর(স্কোর ২১০-৩০০)
- অস্বাস্থ্যকর (স্কোর ১৫১-২০০)
- বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (স্কোর ১০০-১৫০)
- সহনীয় (স্কোর ৫১-১০০)
- ভালো বায়ু (স্কোর ০-৫০)