ফুটবল খেলায় প্রথম সাদা কার্ড
ফুটবলের মূল্যবোধ এবং সৌহার্দ্য প্রতিষ্ঠান ফিফা সাদা কার্ড এর প্রচলন করেছে যার ব্যবহার হয়ে গেছে পর্তুগালের ফুটবলার নারীদের ম্যাচে ফুটবলার অসুস্থ হয়ে পড়লে নারী রেফারি ক্যাটরিনা কাইফ।
ফুটবল টুর্নামেন্টে রেফারিদের শক্তির উৎস দুই ধরনের কার্ড যার একটি হলুদ এবং আরেকটি লালকার্ড যে দুটি কার্ডের ভয় থাকতে হয় জগত সেরা ফুটবলার কেউ এক কথায় বাজে ট্যাকেল আচরণগত সমস্যার কারণে শাস্তির মাত্রা নির্ধারণ হয়।ওই লাল-হলুদের এই দুটো করে ফিরে দেখাচ্ছেন ১৯৭০ বিশ্বকাপ থেকে।
ছবি :সংগৃহীত |
ফিফা রেফারিং কমিটিতে অনেক আগেই অবশ্য একটি নতুন কার্ড এর প্রচলন করেছে যা মূলত শান্তি সৌহার্দ্য মূল্যবোধের প্রতি যদিও সমর্থকদের থেকে শুরু করে গোটা বিশ্বে কার্ডের সঙ্গে পরিচিত হলেও সবার প্রথম ব্যবহার হয়ে গেল পর্তুগালের মাটিতে নারীদের ম্যাচে ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল মাঠে সাদাকার দেখালেন রেফ্রি পর্তুগালের বেনফিকা এবং স্পোর্টিং দলের মধ্যকার ম্যাচে ঐতিহাসিক এ ঘটনা ঘটে।
ম্যাচ চলাকালীন একজন ফুটবলার হঠাৎ মাঠে অসুস্থ হয়ে পড়ে ঠিক তখনই ব্যাপারে দেখান সাদা কাড তাকে তাৎক্ষণিক সেবা দেয়ার জন্য দুই দলের মেডিক্যাল টিম মাঠের ভিতরে আসে।একজন ফুটবলারকে বেশি গুরুত্ব দেয়ার জন্য এই সাদা কার্ড দেখানো হয়েছে যখন ফুটবলপ্রেমীদের আলোচনায়।
আরো পড়ুন;
চিনির দামে আগুন ;প্রতি কেজি চিনি কিনতে গুনতে হবে ১০০ টাকা
চুল পড়া আর নয় দুচিন্তা এখন থেকে জাপানি নিনজা টেকনিক
পিরোজপুরে দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি দৃষ্টিনন্দন মসজিদ"মমিন মসজিদ"
সাত রং চা সিলেটর শ্রীমঙ্গলের বিখ্যাত চা
কিভাবে নামকরণ করা হলো জাতীয় ফুল, ফল, মাছ ,পাখি?