সাত কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে ২১,৫৯৩ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১,০৪,৩৫৫ টি

৭ কলেজ অনেক পাবলিক ভার্সিটির তুলনায়ও খুবই ভালো মানের। এখানে আপনি অনেক সুবিধা পাবেন। তবে চান্স পাওয়াটা মোটেই সহজ কাজ নয়। প্রচুর পড়াশোনা করতে হবে। তবে প্রশ্ন সহজ হয়। ৫০+ পেলে চান্স হবেই।

আসন সংখ্যা 

২০২১-২২ সার্কুলার অনুযায়ী সাত কলেজে মোট আসন সংখ্যা ২১,৫৯৩টি।

  • বিজ্ঞান(A) ইউনিটে ৬,৫৫০টি
  • কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে(B) ৯,৭৮৩টি
  • বানিজ্য ইউনিটে(C) ৫,৩১০টি

আবেদন সংখ্যা 

২০২১-২২ শিক্ষাবর্ষে ২১,৫৯৩ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১,০৪,৩৫৫ টি। 

বিজ্ঞান ইউনিটে আবেদন করেছে

নাম্বার বন্টন

১২০ নম্বরে পরীক্ষা হবে। ১০০ নম্বরে এমসিকিউ থাকবে। ১০০ এর মধ্যে ৪০ পেলে মেরিট লিস্টে নাম আসবে। বাকি ২০ থাকবে এইচএসসি এসএসসি রেজাল্টের উপর। 

তবে সাবজেক্ট পেতে হলে আপনার ১২০ মার্কের মধ্যে সর্বনিম্ন ৬৫-৭০ পেতে হবে। 

২০২১-২২ শিক্ষাবর্ষে ২১,৫৯৩ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১,০৪,৩৫৫ টি,এখন বাংলা
চিত্র:সংগৃহীত 

সাত কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন করে ঢাবির শিক্ষকরা। । তবে ঢাবির প্রশ্নের মতো এতোটা কঠিন হয় না। ঢাবির প্রশ্ন ব্যাংক এবং সাত কলেজের প্রশ্ন ব্যাংক সলভ করলে সাত কলেজের ৫০% প্রস্তুতি সম্পুর্ন হয়ে যাবে। এছাড়া সাত কলেজে সাম্প্রতিক প্রশ্ন অনেক বেশি আসে এমনকি পরীক্ষার এক সপ্তাহ আগের সাম্প্রতিকও আসে। আইসিটি থেকেও ৩-৪টা প্রশ্ন হয়। 

অনেকেই মনে করে ৪০ পেয়ে সাত কলেজে পাশ করতে পারলেই চান্স হয়ে যাবে। যারা এরকম ভাবতেছেন তারা ভুলের মধ্যে আছেন। কেননা গত বছর ৪৫+ পেয়েও কোথাও সাবজেক্ট আসেনাই। আপনি যদি আপনার পছন্দের কলেজ এবং সাবজেক্ট পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ২ হাজার মেরিটের মধ্যে থাকতে হবে। ২ হাজার মেরিটের মধ্যে থাকতে হলে অবশ্যই ৭৫-৮০ পাওয়া লাগবে। 

এই ছিল পরীক্ষার আগের সকল তথ্য। পরবর্তীতে কিভাবে সাবজেক্ট চয়েস দিতে হবে


Next Post Previous Post