মেঘ সাদা কেন?


মেঘ সাদা কেন? এখন বাংলা
ছবি :সংগৃহীত 

রেলের সূত্র অনুসারে বিক্ষেপণের মাত্রা তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক । বিক্ষেপণ সৃষ্টিকারী কণার আকার আলোর তরঙ্গ দৈর্ঘ্য চেয়ে বড় হলে এই সূত্র প্রযোজ্য হয় না। মেঘে উপস্থিত জলকণা ,ধূলিকণা ইত্যাদি হতে সকল বর্ণের আলোর প্রায় সমান বিক্ষেপণ হয় তাই মেয়েকে সাধারণত সাদা দেখা যায়।

অন্য এক কথায় মেঘ সমূহ সাধারণত জলের বিন্দু বিন্দু ফোটা দিয়ে তৈরি যা বাতাসে ঝুলে থাকার মতো অনেক ছোট। আর যখন সূর্যের আলো এই ধরনের ফোটার দ্বারা প্রতিফলিত হয় তখন আমাদের চোখে মেঘগুলোকে সাদা মনে হয়।


Next Post Previous Post