উল্কা কি?

উল্কা কি? এখন বাংলা
ছবি :সংগৃহীত 

আকাশে অনেক সময় ছোট আগুনের গোলা ছুটতে দেখা যায়। এরা নক্ষত্র বা তারা নয়। এরা হলো উল্কা। খুব ক্ষুদ্র শিলা খন্ড যখন পৃথিবীর কাছাকাছি আসে তখন পৃথিবীর অভিকর্ষের টানে প্রচন্ড বেগে বায়ুমন্ডলে প্রবেশ করে এবং বায়ুর কণার সাথে ঘর্ষণের জ্বরে ওঠে এবং পৃথিবীতে পতনের আগে নিভে যায়। এটি হলো উল্কা।

Next Post Previous Post