বাংলাদেশে মোট মসজিদের সংখ্যা কত ২০২২

সারা বাংলাদেশে মসজিদের সংখ্যা দুই লাখ ৫০ হাজার ৩৯৯টি।এর মধ্যে ঢাকা শহরেই ২ লাখ মসজিদ রয়েছে। এজন্য ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়। এছাড়া আমাদের পাশ্ববর্তী দেশ ভারতে মসজিদ রয়েছে ৩ লাখের অধিক। 


চলুন আমরা জেনে নিই কোন বিভাগে কয়টি করে মসজিদ রয়েছে।

বিভাগ

মসজিদ

ঢাকা

২৬,৭২৫

চট্টগ্রাম

১৬,৮৫০

খুলনা

১২,৯০০

রাজশাহী

১১,০০০

বরিশাল

৮,৩৩১

রংপুর

৭,৫০০

সিলেট

৬,৭০০

ময়মনসিংহ

৫,২০০

 



কোন বিভাগে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে?

উত্তর: রাজধানী ঢাকাতে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে।
ঢাকাতে মসজিদের সংখ্যা ২৬,৭২৫ টি।

কোন বিভাগে সবচেয়ে কম মসজিদ রয়েছে?
উত্তর: ময়মনসিংহ বিভাগ এ সবচেয়ে কম মসজিদ রয়েছে। ময়মনসিংহ এ মসজিদের সংখ্যা ৫,২০০ টি

Next Post Previous Post