পিরোজপুরে দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি দৃষ্টিনন্দন মসজিদ"মমিন মসজিদ"

ইট পাথরের তৈরি প্রত্নতাত্ত্বিক অনেক স্থাপত্য আমাদের নজর কাড়ে কিন্তু কাঠের তৈরি স্থাপত্য খুবই বিরল দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি দৃষ্টিনন্দন মুসলিম স্থাপত্য পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার মমিন মসজিদ এটি দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি শিল্পসমৃদ্ধ দৃষ্টিনন্দন মুসলিম স্থাপত্য কলা সম্পূর্ণ কাঠের নির্মিত কারুকার্য ক্যালিগ্রাফি খচিত।
পিরোজপুরে দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি মসজিদ মমিন মসজিদ
ঐতিহাসিক মমিন মসজিদ 


মমিন মসজিদ বাংলাদেশের পিরোজপুর জেলার একটি স্থাপত্য। এটি দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি শিল্পসমৃদ্ধ দৃষ্টিনন্দন মুসলিম স্থাপত্যকলা। সম্পূর্ণ কাঠের নির্মিত কারুকার্য ও ক্যালিগ্রাফি খচিত এই মসজিদটিতে কোনো ধরনের লোহা বা তারকাঁটা ব্যবহার করা হয়নি এবং এসব কারুকাজে সম্পূর্ণ প্রাকৃতিক রং ব্যবহার করা হয়।

এই মসজিদটিতে কোন ধরনের লোহা বা তারকাটা ব্যবহার করা হয়নি এসব কারুকাজে সম্পূর্ণ প্রাকৃতিক রং রয়েছে ১৯১৩ সালের মঠবাড়িয়ার বুড়িরচর গ্রামের মমিন উদ্দিন আকন নিজ বাড়িতে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন তিনি তৎকালীন বরিশাল জেলার স্বরূপকাঠি থেকে ২১ জন কারিগর এবং চট্টগ্রাম থেকে কাঠ সংগ্রহ করেন মসজিদের পুরো পরিকল্পনা নকশা ক্যালিগ্রাফির কাজ করা হয় মমিন উদ্দিন আকন এর তত্ত্বাবধানে মসজিদের প্রবেশদ্বারে একটি এবং মেহরাবে একটি ক্যালিগ্রাফির নকশা বসানো হয়।

মসজিদে লাগানো দুষ্প্রাপ্য লোহা কাঠ ও বার্মা সেগুন কাঠের উপর এসব ডিজাইন এ ব্যবহার করা হয় প্রাকৃতিক রং একুসিশন কারিগর সাত বছর শেষে ১৯২০ সালে এ মসজিদটি নির্মাণ কাজ শেষ করেন গত শতকের শেষের দুই দশক ধরে বৃষ্টির পানির কারণে এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে মসজিদটির কারুকাজও রংয়ের ক্ষতি হতে থাকে ফলে স্থানীয় ভাবে মসজিদের বারান্দায় বারান্দায় দেয়ার কারণে মসজিদের সামনে নান্দনিক শোভা নষ্ট হয়ে গেছে।

বর্তমানে মসজিদটি দেখভাল করছেন মসজিদটির নির্মান উদ্যোক্তা মৌলভী মমিনউদ্দিন আগুনের নাতিরা কাঠের কারুকার্যখচিত এরকমের আর কোথাও পাওয়া যায়না এশিয়া মহাদেশের ভিতরে নাকি এটা দুর্লভ আর কি পাওয়া যায় না এর জন্যই অনেক সময় সব সময় প্রায়ই আসে বিদেশ থেকে দেশি-বিদেশি অনেক লোকের পর্যটকেরা শেষ দেখার জন্য বাংলাদেশের নায়িকাদের বাজার কাঠ দিয়ে তৈরি করা হয়েছে সারা দেশে এই পাতা পাতা লতা ডিজাইন ডিজাইন আলাদা আলাদা লোক দিয়ে করা হয়েছে এমন সালে প্রস্তুত আর্থিক বিভাগের তত্ত্বাবধানে নেয়া হয়।

 আরো পড়ুন;

চিনির দামে আগুন ;প্রতি কেজি চিনি কিনতে গুনতে হবে ১০০ টাকা 

চুল পড়া আর নয় দুচিন্তা এখন থেকে জাপানি নিনজা টেকনিক

ফুটবল খেলায় প্রথম সাদা কার্ড

সাত রং চা সিলেটর শ্রীমঙ্গলের বিখ্যাত চা

কিভাবে নামকরণ করা হলো জাতীয় ফুল, ফল, মাছ ,পাখি?




Next Post Previous Post