ডিম আগে না মুরগি আগে; সঠিক উত্তর জেনে নিন

ডিম আগে না মুরগি আগে দীর্ঘদিন ধরেই ধাঁধার উত্তর খুঁজতে গিয়ে বিস্তর হিমশিম খেয়েছেন পৃথিবীতে কার আবির্ভাব আগে হয়েছে ডিম না মুরগির যুক্তি দিয়ে এই জটিল প্রশ্নের উত্তর বের করা কার্যত অসম্ভব কারন যদি কেউ বলেন ডিম আগে তাহলে প্রশ্ন আসে দিন এলো কোথা থেকে আবার সেই ভাবেই মুরগি আগে এলে তার জন্ম হল কোথা থেকে আর তাই কোনটা আগে তা বলতে গিয়ে গোলমাল পাকায় সবাই ।

ছবি :সংগৃহীত 

তবে এবার অবশেষের যুগ যুগ ধরে চলে আসা এই ধাধার উত্তর মিলল সম্প্রতি একটি গবেষণার পর জানা গেছে ডিম নাকি মুরগি আগে কারো স্থিত এ পৃথিবীতে আগে এসেছে এই প্রশ্নের উত্তর খুঁজতে ইউনাইটেড কিংডম এর শেফিল্ড এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের অনেক অধ্যাপক দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন আর এই দীর্ঘ গবেষণার পর শেষমেশ বিজ্ঞানীরা এর সঠিক উত্তর খুঁজে পেয়েছেন ।

তাঁরা জানিয়েছেন পৃথিবীতে ডিম এর আগে মুরগি এসেছে কারণ কোন প্রাণীর উদ্ভব ছাড়া কখনোই তার সন্তান বা ডিম উৎপন্ন হতে পারে না গবেষণায় দেখা গেছে ডিমের খোসায় ও ভগিনীর নামে একটি প্রোটিন পাওয়া যায় এটি ছাড়া ডিমের খোসা তৈরি হবে না আর এই প্রোটিন তৈরি হয় শুধুমাত্র মুরগির জরায়ুতে এমতাবস্থায় যতক্ষণ না মুরগির জরায়ু থেকে প্রাপ্ত এ প্রোটিন তৈরিতে ব্যবহার না করা হবে ততক্ষণ পর্যন্ত ডিম তৈরি হবে না।

 এভাবে বিশ্বের ডিমের আগে মুরগির আগমন নিশ্চিত হয় যখন মুরগি আসে তখন তার জরায়ুতে য়ভক লিডিং তৈরি হয় এবং তারপর এই প্রোটিন ডিমের খোসায় পৌঁছে যায় তাই বলা হচ্ছে মুরগির অস্তিত্ব এ পৃথিবীতে আগে এসেছে তবে এত না হয় জানা গেল মুরগি আগে এসেছে কিন্তু সেই মুরগি পৃথিবীতে প্রথম কিভাবে এলো তা নিয়ে কোনো জবাব দিতে পারেননি গবেষকরা ।

অবশ্য এই ব্যাখ্যা নিয়ে মতভেদ আছে বিজ্ঞানীদের মধ্যে ও মার্কিন একটি গবেষণার পর জানা গিয়েছে কয়েকশো বছর আগে পৃথিবীতে ছিল মুরগির মতো দেখতে একটি বড় আকারের পাখি সেই পাখির সঙ্গে মুরগির জিনগত মিল ছিল কিন্তু সেটি এখনকার মুরগি ছিল না।

 বিজ্ঞানীদের মতে সেটি ছিল এক ধরনের প্রোটো চিকেন সেই পাখি একটি ডিম পেড়ে ছিল সেই ডিমে মুরগির পুরুষসঙ্গী কিছু নতুন বৈশিষ্ট্য যোগ করে তারপর আরো কিছু বিবর্তন গত পরিবর্তন ঘটে সেই দিবে আর সেই দিন থেকেই বিবর্তন ঘটে আধুনিক মুরগির আগমন হয়েছে তাই এক্ষেত্রে কিছু বিজ্ঞানী বলেন মুরগি নয় বরং 

Next Post Previous Post