ট্রেনের টিকিটে ২৫ টাকা ছাড় নগদে পেমেন্ট করলেই

বাংলাদেশের অন্যতম মোবাইল ফিন্যান্সিয়ার সার্ভিস প্রোভাইডার হলো নগদ। প্রায় ১ কোটির উপরে গ্রাহক রয়েছে এই প্রতিষ্ঠানটি। বাংলাদেশের ডাকবিভাগ এবং বাংলাদেশ সরকার সরাসরি এই সার্ভিসের সাথে যুক্ত। সবার প্রচেষ্টায় নগদ এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টাকা পাঠানোর মাধ্যম।

"Congrats! You've received Cash back/Gift 30.00 Tk for Payment of 380 Tk.

18/03/2023 08:01

For Details Call 16167"

নগদ ইসলামিক ও রেল সেবা আপনার জন্য নিয়ে এসেছে দারুণ ক্যাশব্যাক অফার। এখন রেল সেবার অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে নগদ ইসলামিক পেমেন্টে, ট্রেনের টিকেট কাটলেই উপহার হিসেবে পাচ্ছেন ৫% বা ২৫ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

রেলের টিকিট এ ছাড়া

অফারের বিস্তারিত:

১। আপনি রেলের অফিসিয়াল অনলাইন টিকেটিং রেল সেবা অ্যাপ ও ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd/)-এর মাধ্যমে রেল টিকেট ক্রয় করে নগদ ইসলামিক একাউন্ট দিয়ে বিল পরিশোধ করে ৫% পর্যন্ত বা ২৫ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। এছাড়া নগদ ইসলামিক পেমেন্টে যারা ১০টির বেশি লেনদেন করবেন, তারা নিজেদের নগদ ইসলামিক একাউন্টে পাবেন ৳১৫০ রিওয়ার্ড অফারের সময়সীমার পর।


২। আপনি এই ক্যাশব্যাকের জন্য যোগ্য হবেন, যদি আপনি কেবল রেল–এর নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপ থেকে টিকেট ক্রয় করেন এবং নগদ ইসলামিক ই-কম এর মাধ্যমে বিল পরিশোধ করেন

৩। আপনি সরাসরি নগদ ইসলামিক অ্যাপ বা *167# (ইউএসএসডি) দিয়ে পেমেন্ট করে এই ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত হবেন না

৪। অফারের সকল শর্ত পূরণ করে পুরো ক্যাম্পেইন চলাকালে একবার (০১) এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন

৫। এই অফারটি ৫ই ডিসেম্বর, ২০২২ থেকে শুরু করে ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত চলবে।

৬। আপনি যদি অফারের সমস্ত শর্ত পূরণ করেন তবে আপনি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন।

৭। এই ক্যাশব্যাকটি উপভোগ করতে আপনার নগদ ইসলামিক একাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে।

৮। এই ক্যাম্পেইনটির আওতাভুক্ত অফার সংক্রান্ত সকল তথ্য, টিকেট, রিফান্ড ও সংশ্লিষ্ট সার্ভিসের দায়ভার থাকবে রেলের অফিসিয়াল অনলাইন টিকেটিং ওয়েবসাইট (eticket.railway.gov.bd) বা রেল সেবা অ্যাপের উপর। নগদ ইসলামিক শুধুমাত্র পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে দায়বদ্ধ।

৯। নগদ ইসলামিক এই শর্তগুলো পরিবর্তন/পরিবর্ধন/সংশোধন করার কিংবা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো অফারটি বাতিল করার অধিকার রাখে।

১০। এই অফার সম্পর্কিত যেকোন সিদ্ধান্ত নগদ ইসলামিক কর্তৃক সংরক্ষিত এবং নগদ ইসলামিক-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১১। নগদ ইসলামিক ঘোষণা করে যে,

ক) নগদ ইসলামিক বা নগদ ইসলামিক-এর কোন প্রতিনিধি, কখনোই আপনার কাছে নগদ ইসলামিক একাউন্টের ওটিপি /পিন চাইবেন না।

খ) নগদ ইসলামিক বা নগদ ইসলামিক-এর কোন প্রতিনিধি আপনাকে কোন প্রকার লেনদেন করতে কখনো বলে না।

গ) ১৬১৬৭বা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ নাম্বার থেকেই শুধু আপনার সাথে যোগাযোগ করা হবে। এই অফার চলাকালে নগদ ইসলামিক-এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে যেকোন প্রকার বিভ্রান্তি দেখা দিলে তা নিশ্চিত হবার জন্য ১৬১৬৭ অথবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ নাম্বারে কল করতে পারবেন।

ঘ) এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য কোন ব্যক্তিকে বাধ্য বা প্ররোচিত করবে না। অতএব, নগদ ইসলামিক-এর এই ক্যাম্পেইনে একজন ব্যক্তির সম্পূর্ণ সম্মতি সহকারে অংশগ্রহণ- কেবলই ঐ ব্যক্তির বিবেচনার বিষয়।

ঙ) উপরের ঘোষণাগুলোর পরও তৃতীয় কোন পক্ষ কর্তৃক আপনার কোন ক্ষতি হলে, নগদ ইসলামিক কর্তৃপক্ষ দায়ী থাকবে না । এই অফার সম্পর্কে যেকোন প্রকার মতবিরোধ দেখা দিলে ১৬১৬৭ অথবা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ নাম্বারে কল করার অনুরোধ করা হচ্ছে।

চ) এই অফারের বিস্তারিত বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা থাকবে। বাংলা ও ইংরেজির মধ্যে কোন বিষয়ে দ্বিমত দেখা দিলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে।


Next Post Previous Post