দিন দিন গ্রামীণফোন সিমের গ্রাহক কমে যাচ্ছে
সিম বিক্রিতে নিষেধাজ্ঞায় জুন মাস থেকে এ পর্যন্ত প্রায় ৩৪ লাখ গ্রাহক হারিয়েছে গ্রামীণফোন নিষেধাজ্ঞা তুলতে নেটওয়ার্ক উন্নয়নের ফিরিস্তি দিয়ে বিটিআরসিতে আবেদন করেছে ।তবে অনড় অবস্থানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় মন্ত্রী বলছেন মুখের কথায় চিড়া ভিজবে না' চান দৃশ্যমান প্রমান সহ রিপোর্ট কলড্রপ ,কথা শুনতে না পাওয়ায় ইন্টারনেটের ধীরগতির শহর সেবার মান নিয়ে নানা প্রশ্ন তুলে গত জুনে গ্রামীনফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় বিটিআরসি ।
ছবি :সংগৃহীত |
সেপ্টেম্বরে পুরনো সিম বিক্রির অনুমোদন দেয়া হলেও তা প্রত্যাহার করা হয় গত 6 নভেম্বর এরপর শর্তসাপেক্ষে ৭৮,০০০ কর্পোরেট সিম বিক্রির অনুমতি দেয়া হয়েছে।ফলে খুচরা দোকান গুলোতে গ্রামীনফোনের সিম পাচ্ছেন না ।
সাধারণ গ্রাহক সিম বিক্রি করতে না পারায় গত জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রতি মাসে গড়ে প্রায় ৭ লাখ করে গ্রাহক হারিয়েছে জিপি সব মিলিয়ে প্রায় ৩৪ লাখ এ অবস্থায় গত ২৫ নভেম্বর নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিটিআরসিতে আবেদন করেছে জিপি সঙ্গে জুড়ে দিয়েছে নিজেদের করা ড্রাইভ টেস্টে প্রতিবেদন ও নেটওয়ার্ক উন্নয়নের ফিরিস্তি নিয়ম অনুযায়ী কল রেফার ২ শতাংশের নিচে রাখতে হয় ।
সেখানে জিপি ড্রাইভার মিলেছে শূন্য থেকে শূন্য দশমিক ২% আর ফোরজিতে গতি সেকেন্ডে ৭ এমবিপিএস এর বিপরীতে পাওয়া গেছে ১০ থেকে ১২ এমবিপিএস অনেক বেটার কাস্টমার সার্ভিস পাচ্ছেন তবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলছেন যাচাই-বাছাই ছাড়া ফুট করে প্রত্যাহার করা হবে না গ্রামীনফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা করেআমাদেরকে ।
জি সেভেনের মতে দেখা এগুলো আমরা বুঝি আমি মানুষের ভোগান্তি তৈরি করে তাদেরকে মুনাফার পাহাড় বানাতে দেব না' কারণ আমার কল কেটে দে টাকাটা নিয়ে যা বর্তমানে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৮ কোটি ১৪ লাখ শুভ খান সময়সংবাদ থাকা মত দেখাচ্ছে এগুলো আমরা বুঝি আমি মানুষের ভোগান্তি তৈরি করে তাদেরকে মুনাফার পাহাড় বানাতে দেব না' কারণ আমার কল কেটে দে টাকাটা নিয়ে যা বর্তমানে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৮ কোটি ১৪লাখ ।