বাংলাদেশের মোবাইল অপারেটর গ্রাহক সংখ্যা ২০২৩

ছবি:সংগৃহীত 

আমরা প্রতিনিয়ত মোবাইল ফোন ব্যবহার করে কথা বলি ইন্টারনেটের সুবিধা গ্রহণ করি। আমরা একেক জন নিজেদের সুবিধা এবং অফারের জন্য একেক সময় একেক অপারেটরের সিম কার্ড ব্যবহার করি। বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল অপারেটর হলো সিটিসেল । কিন্তু যুগের ব্যবধানে এটি প্রায় হারিয়ে যাচ্ছে। বর্তমান বাংলাদেশের সক্রিয় ৪টি অপারেটর হলো -

  • গ্রামীণফোন
  • রবি
  • টেলিটক
  • বাংলালিংক

এগুলো ছাড়াও এয়ারটেল রয়েছে।কিন্তু এখন এয়ারটেল সিম ভারতীয় হওয়ার এটি শুধু বাংলাদেশে অনুমোদনপ্রাপ্ত এটি বাংলাদেশের অফিসিয়াল কোন অপারেটর নয়।

কেন সিমের গ্রাহক সংখ্যা কত ?

গ্রামীণফোন 

গ্রামীণফোন বাংলাদেশের সবচেয়ে পুরানো এবং জনপ্রিয় মোবাইল অপারেটর। ১৯৯৭ সালে যাত্রা শুরু করে গ্রামীণফোন এখন বাংলাদেশের মোবাইল বাজারের ৬০% এর বেশি দখল করে আছে। বর্তমানে ৭কোটি ৯১ লাখ গ্রাহক নিয়ে বাংলাদেশের মোবাইল অপারেটরদের মধ্যে সর্বোচ্চস্থানে রয়েছে গ্রামীণফোন।

রবি

২০০১ সালে যাত্রা শুরু করে রবি এখন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর। রবি বাংলাদেশের মোবাইল বাজারের ৩০% এর বেশি দখল করে আছে। বর্তমানে রবি সিমের গ্রাহক সংখ্যা ৫ কোটি ৫৫ লাখ।

বাংলালিংক

২০০৪ সালে যাত্রা শুরু করে বাংলালিংক এখন বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর। বাংলালিংক বাংলাদেশের মোবাইল বাজারের ২০% এর বেশি দখল করে আছে। বর্তমানে বাংলালিংকের গ্রাহক সংখ্যা ৩ কোটি ১৫ লাখ। 

টেলিটক

২০০১ সালে যাত্রা শুরু করে টেলিটক বাংলাদেশের চতুর্থ বৃহত্তম মোবাইল অপারেটর।এটি বাংলাদেশের সরকারি মালিকানাধীন মোবাইল অপারেটর । বর্তমানে টেলিটকের গ্রাহক সংখ্যা ১ কোটি ৮২ লাখ।

এয়ারটেল কি বাংলাদেশের অপারেটর?

এয়ারটেল বাংলাদেশের কোন অপারেটর নয় এটি ভারতের একটি জনপ্রিয় অপারেটর।এয়ারটেল ২০০০ সালে বাংলাদেশে তার কার্যক্রম শুরু করে। ২০১১ সালে এয়ারটেল বাংলাদেশ সরকারের কাছে তার কার্যক্রম বিক্রি করে দেয়। এরপর এয়ারটেল বাংলাদেশের মোবাইল বাজার থেকে বেরিয়ে যায়। এয়ারটেল সিমের নির্দিষ্ট কোনো গ্রাহক নেই কারণ এটির গ্রাহক কয়েকটি দেশ মিলে হবে‌।

FAQ

১.বাংলাদেশে কোন সিমের গ্রাহক বেশি ২০২৩?

উঃ গ্রামীণফোন।

২.এয়ারটেল বাংলাদেশ গ্রাহক সংখ্যা?

উঃ নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।

৩.গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ২০২৩?

উঃ ৭কোটি ৯১ লাখ।

৪.বাংলালিংকের গ্রাহক সংখ্যা ২০২৩?

উঃ৩ কোটি ১৫ লাখ।

৫.টেলিটকের গ্রাহক সংখ্যা ২০২৩?

উঃ ১ কোটি ৮২ লাখ।

৬.রবি গ্রাহক সংখ্যা ২০২৩?

উঃ ৫ কোটি ৫৫ লাখ।

৭.বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ২০২৩?

উঃ ২০২৩ সালের হিসাবে ১১ কোটি ৬৫ লাখ।

৮.বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ২০২৩?

উঃ ১৮ কোটি ৩৮ লাখ।

৯.বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২০২৩?

উঃ ১২ কোটি ৬১ লাখ।

১০.বাংলাদেশে সবচেয়ে ফাস্ট ইন্টারনেট স্পিড দেয় কেন অপারেটর ?

উঃ রবি ।

Next Post Previous Post